সদ্য এক মাসের শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। তবে বিশ্রাম নেয়ার ফুসরত নেই, লিটনরা দেশে ফেরার আগেই ঢাকা পৌঁছে গেছে পাকিস্তান। খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
প্রায় চার বছর পর বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। রোববার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। তার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলন করেন দলটির অধিনায়ক সালমান আগা।
নয় বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত পাকিস্তান। এই সময়ে ১২ দেখায় সবগুলোতেই জিতেছে তারা। তবে এমন দারুণ পরিসংখ্যান নিয়েও আত্মতুষ্টি নেই সালমানের।
‘অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছরে কী হয়েছে। আমরা খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজ ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি খুব খুশি হব।’
নিজেদের সামর্থ্য নিয়ে আশাবাদী পাকিস্তানি অধিনায়ক। বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ছয় মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক ভালো খেলতে হবে।’
সালমান বলেন, ‘দলে এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন দু’জন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।’
তুলনামূলক তরুণ দল নিয়ে পাকিস্তান বাংলাদেশে আসলেও সবাই বেশ অভিজ্ঞ। এমনকি বিপিএলের কারণে বাংলাদেশের মাটিও বেশ চেনা তাদের। দলের ১৬ জনের ৯ জনেরই আছে এই অভিজ্ঞতা।
বাংলাদেশের আবহ নিয়ে তিনি বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। তাদের সাথে কথা হয়েছে। তারা তাদের ইনপুট দিয়েছে, আমরা সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি।’
নিজেদের পরিকল্পনা সম্পর্কে সালমান বলেন, ‘আমাদের লক্ষ্য মাঠের গড় রানের চেয়ে ১০ থেকে ১৫ রান বেশি করা। আবার যখন আমরা বল করব, তখন প্রতিপক্ষকে গড়ের চেয়ে কমে আটকে রাখা।’