আপনার অ্যান্ড্রয়েড ফোনে যেকোনো মুহূর্তে একটি বিশেষ সতর্কবার্তা ভেসে উঠতে পারে—যা হয়তো বাঁচাতে পারে আপনার প্রাণ। গুগল সম্প্রতি তার ভূমিকম্প সতর্কবার্তা সিস্টেমের পরিসর বাড়িয়েছে, আর এবার স্যামসাংও চালু করেছে নিজস্ব আরও উন্নত সংস্করণ।

গুগলের ভূমিকম্প অ্যালার্ট কীভাবে কাজ করে?
২০২০ সালে ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনে গুগল প্রথম ভূমিকম্প অ্যালার্ট চালু করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ও ক্যালিফোর্নিয়া গভর্নরের অফিসের সহায়তায়। তখন ব্যবহার করা হতো বিশেষ সিসমোমিটার।

কিন্তু এখন গুগল তার অ্যান্ড্রয়েড ফোনে থাকা বিল্ট-ইন অ্যাক্সিলোমিটার ব্যবহার করে পুরো যুক্তরাষ্ট্র জুড়েই তথ্য সংগ্রহ করে ভূমিকম্প শনাক্ত করছে। যদি ৪.৫ বা তার বেশি মাত্রার কম্পন শনাক্ত হয়, ফোন আপনাকে দুই ধরনের সতর্কবার্তা দিতে পারে:

  • Be Aware: হালকা বা মাঝারি কম্পনের আশঙ্কা

  • Take Action: অবিলম্বে আশ্রয় নিন, মাথা ঢেকে বসুন

অ্যালার্টে থাকবে ভূমিকম্পের দূরত্ব ও শক্তিমাত্রাও।

স্যামসাংয়ের নিজস্ব সতর্কব্যবস্থা কীভাবে আলাদা?
২০২৫ সালের জুনে স্যামসাং ঘোষণা দেয় তাদের নিজস্ব ভূমিকম্প অ্যালার্ট ব্যবস্থা, যা One UI 8 আপডেটের মাধ্যমে আসবে। এটি S সিরিজ থেকে A ও Z সিরিজ পর্যন্ত সব নতুন হ্যান্ডসেটে পাওয়া যাবে।

গুগলের তুলনায় স্যামসাংয়ের একটি বড় সুবিধা হলো, ব্যবহারকারী নিজেই সতর্কতা থ্রেশহোল্ড সেট করতে পারবেন— এমনকি ১.০ মাত্রার ভূমিকম্পের জন্যও। আবার রাত-দিন ভেদে ভিন্ন ভিন্ন থ্রেশহোল্ডও নির্ধারণ করা যাবে।

কীভাবে চালু করবেন অ্যান্ড্রয়েড ভূমিকম্প অ্যালার্ট?
১. ফোনের Settings-এ যান
২. Safety & emergency নির্বাচন করুন
৩. Earthquake Alerts ট্যাপ করুন
৪. এখানে একটি toggle switch পাবেন চালু/বন্ধ করার জন্য, সঙ্গে একটি demo button

সতর্ক থাকতে হলে কী করবেন?

  • ফোনে Google Location Accuracy চালু রাখুন

  • শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপে ইনস্টল করুন

  • যেকোনো সময় অপ্রত্যাশিত কাঁপুনি বা অ্যালার্ট পেলে মাথা ঢেকে, আশ্রয় নিন

গুগল ও স্যামসাংয়ের এই প্রযুক্তি নতুন যুগের সূচনা করেছে। কয়েক সেকেন্ডের পূর্ব সতর্কতাই জীবনের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews