জামালপুর: বেকার সমস্যা দূরীকরণের বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে জামালপুরে সম্পূর্ণ বিনামূল্যে ‘ডিজিটাল মার্কেটিং’ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলার ইসলামপুর উপজেলায় মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহামুদ।

প্রথম পর্যায়ে বিনামূল্যে ৩২০ জন তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে সক্ষমতা সৃষ্টির উদ্দেশে আটজন প্রশিক্ষক প্রশিক্ষণ দেবেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, মসিউর রহমান বাদলসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এসআরএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews