ঈদের ছুটি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোটপর্দার দর্শকপ্রিয় মুখ প্রিয়ন্তী উর্বী। নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি, নাম ‘লং ড্রাইভ’। নাটকটির গল্প রচনা করেছেন সায়েম খান, পরিচালনায় সাদনান রনি। এতে প্রিয়ন্তী উর্বীকে দেখা যাবে প্রধান নারী চরিত্রে। আর তার বিপরীতে রয়েছেন মীর রাব্বি।
নাটকটি নিয়ে উর্বী বলেন, ‘লং ড্রাইভ’ নাটকটির গল্পটা খুব সুন্দর। আমি আর মীর রাব্বি স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। তো আমরা লং ড্রাইভে যাবার পর নানান সমস্যার মুখোমুখি হই। এই নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটির রচয়িতা সায়েম খানকে ধন্যবাদ চমৎকার একটি গল্প রচনার জন্য। পরিচালককেও অনেক অনেক ধন্যবাদ। কারণ তিনি অনেক কষ্ট করে ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আমি কাজটি করে সত্যিই ভীষণ তৃপ্ত। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।
মীর রাব্বি এরই মধ্যে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। তার সাবলীল অভিনয়ে দর্শক প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছেন। এই নাটকেও প্রিয়ন্তী উর্বীর বিপরীতে তিনি শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন বলে জানা গেছে।
এদিকে নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দেখা যাচ্ছে উর্বীকে। সম্প্রতি টিটোর নির্দেশনায় প্রাণ-আরএফএলের একটি নতুন পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি, যা খুব শিগগিরই প্রচারে আসবে।
উর্বীর সম্প্রতি ইউটিউবে প্রকাশিত দুটি নাটক নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর একটি ‘তুই আমার হয়ে যা, এটি পরিচালনা করেছেন রাইসুল তমাল, বিপরীতে ছিলেন আরশ খান। নাটকটি দর্শকের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এতে চ্যালেঞ্জিং এক চরিত্রে উর্বীর অনবদ্য অভিনয় নজর কাড়ে সবার। আরেকটি নাটক ‘নায়কের বন্ধু;, এটি নির্মাণ করেছেন মনসুর আলম নির্ঝর, সেখানে প্রান্তরের সঙ্গে অভিনয় করেছেন উর্বী।
অভিনয়, বিজ্ঞাপন এবং ভিন্নধর্মী চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে প্রিয়ন্তী উর্বী নিজেকে ধীরে ধীরে নাট্যাঙ্গনের শক্তিশালী একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।