টস জিতে ফিল্ডিং নিয়ে কি ভুলটাই না করলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি! তার দলের বোলারদের রীতিমত তুলোধুনা করলেন ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসনরা। নিউজিল্যান্ড পেল বিশাল সংগ্রহ। জিততে হলে তাই পাকিস্তানকে পাড়ি দিতে হবে কঠিন পথ।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়ন্টিতে শুক্রবার অকল্যান্ডে নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২২৬ রান। লক্ষ্য তাড়ায় এই রিপোর্ট পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট ৯০ রান। ব্যাট করছেন বাবর আজম (১৭ বলে ২২) ও ফখর জামান (১০ বলে ১৫)।

দিনের শুরুটা পাকিস্তানের জন্য ছিল দুর্দান্ত। নেতেৃত্বের প্রথম ম্যাচে টস জেতেন শাহিন। বল হাতেও দিনের দ্বিতীয় বলে তুলে নেন ডেভন কনওয়েকে। এর পরের সময়টা স্বাগতিকদের।

চোট কাটিয়ে লম্বা সময় পর দলে ফেরা উইলিয়ামসন ছিলেন নিজের ভঙ্গিমায়। অধিনায়ক খেলেন ৪২ বলে ৯ চারে ৫৭ রানের ইনিংস। ক্রিজে এসে ঝড় তোলেন ফিন অ্যালেন (১৫ বলে ৩৪), মিচেল (২৭ বলে চারটি করে ছক্কা-চারে ৬১), গ্লেন ফিলিপস (১১ বলে ১৯) ও মার্ক চাপম্যান (১১ বলে ২৬)। দলও পায় বড় সংগ্রহ।

অভিষিক্ত আব্বাস আফ্রিদি পাকিস্তানের সেরা বোলার। ডানহাতি এই পেসার ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন শাহিনও। তবে দলপতিকে গুনতে হয়েছে ৪ ওভারে ৪৬ রান।

আরেক অভিষিক্ত আমের জামালেন বল হাতে দিনটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ৪ ওভারে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। ওয়ানডে বিশ্বকাপের পর দলে ফেরা হারিস রউফ ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট নিয়েছেন ২টি।

লক্ষ্য তাড়ায় সাইম আয়ুবের ব্যাটে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। ১৩ বলেই তারা তোলে ৩৩ রান। ৮ বলে ৩ ছয় ও ২ চারে ২৭ রানের ঝড় তুলে রান আউট হন আয়ুব। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান কট বিহাইন্ড হন টিম সাউদির বলে ১৪ বলে ২৫ রান করে। এরপর ফখরকে নিয়ে লড়াই শুরু করেন বাবর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews