প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী ২০১৮, ০৫:৪৮ পি. এম.

Print

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জকে অনুমোদনের প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার ডিএসইর মহাব্যবস্থাপক ও সচিব মোহাম্মদ আসুদুর রহমান বিএসইসিতে এ প্রস্তাব জমা দিয়েছেন। এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর বাকি কার্যক্রম সম্পন্ন হবে। এর আগে গত সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের বোর্ড সভায় চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নেয়া হয়।

বোর্ড সভার পর ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম বলেছিলেন, সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পাটনার করতে ডিএসইর বোর্ড সর্বসম্মতিক্রমে একমত হয়েছে। অনুমোদন পেতে ডিএসইর এই প্রস্তাব দ্রত সময়ের মধ্যে বিএসইসিতে পাঠানো হবে। ডিএসইর প্রস্তাব বিএসইসির অনুমোদনের পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

গত ৬ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর ঢাকা স্টক একচেঞ্জের পরিচালনা পর্ষদ সাংহাই এবং সেনজেনের কনর্সোটিয়ামকে ২২ টাকা প্রতিটি শেয়ার এবং ৩৭ মিলিয়ন মার্কিন ডলারের কারিগরী সহায়তা দেওয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়। এই কনর্সোটিয়াম ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ২৫ শতাংশ শেয়ার কিনবে।

জানা গেছে, ভারতের ন্যাশনাল স্টক একচেঞ্জ, ফন্ট ইয়ার বাংলাদেশ এবং নাসডাকের একটি কনসোর্টিয়ামও ১৫ টাকা দরে এবং কারিগরি সহায়তা দেওয়ার শর্তে ডিএসইর ২৫.০১ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরিচালনা পর্ষদ সাংহাইকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নেয়। যদিও কৌশলগত বিনিয়োগকারী পেতে ডিএসইকে কয়েকবার সময় বাড়ানোর আবেদন করতে হয়েছিল। এবার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সাংহাইকেই বেছে নিল ডিএসই। এখন বাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ডিএসই এই শেয়ার বিক্রি করবে।

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী ২০১৮, ০৫:৪৮ পি. এম.





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews