ছবি:সংগৃহীত

(প্রিয়.কম) তামিম ইকবালের সেঞ্চুরি ও মুমিনুল হক সৌরভের হাফসেঞ্চুরিতে ঢাকা টেস্টে বড় সংগ্রহের স্বপ্নই দেখছিলো বাংলাদেশ। কিন্তু হঠাৎ ছন্দপতনে মাত্র ২২০ রানেই গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। জবাবে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৫০ রান।

দিন শেষে তামিম ইকবাল কোনো দলকেই এগিয়ে রাখেননি। তামিমের সুরে সুর মিলিয়েছেন ইংলিশদের প্রথম দিনের নায়ক মঈন আলীও। দুই দলকেই দেখছেন সমতায়। তবে দ্বিতীয় দিনে একটি-দুটি বড় জুটিই ইংল্যান্ডকে এনে দিতে পারে ম্যাচের লাগাম বলে মনে করেন ইংল্যান্ড দলের এই স্পিন অলরাউন্ডার।

বললেন, 'এই মুহূর্তে ম্যাচ ৫০-৫০। একটি-দুটি বড় জুটি হল, আমরা যদি ওদের রানের কাছাকাছি যেতে পারি, তাহলেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে আসবে।'

তিনি আরও বলেন, 'তবে আমাদেরকে খুব ভালো ব্যাট করতে হবে। ওদের স্কোর ছাপিয়ে লিড নিতে হলে গোটা দুয়েক বড় জুটি দরকার। এখনও অনেক দূরের পথ। তবে আমাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে এবং ব্যাটিংয়ে গভীরতা অনেক। আশা করি, আমরা ভালো করব।'

তবে নিজেদের এগিয়ে না রাখলেও দিনশেষে ইংলিশরা সন্তুষ্ট বলেই জানিয়েছেন মঈন আলী, 'দুর্দান্ত ক্রিকেট হয়েছে। শেষ দিকে তিন উইকেট হারানো আমাদের একটু পেছনে ঠেলে দিয়েছে। তবে এক উইকেটে ১৭১ থেকে ওদের ২২০ রানে গুটিয়ে দিতে পারা দারুণ তৃপ্তিদায়ক। খুব ভালো একটি দিন।'

সম্পাদনায়: শান্ত মাহমুদ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews