ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন চার প্রার্থী। তাঁরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি লিটন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও জেলা শ্রমিক মজলিসের সভাপতি এম এ রহিম নোমানী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনজন। তাঁরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উদয়ন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস ও হাজেরা খাতুন। শ্রীমঙ্গলে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪৪১ জন।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন এ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ৮ মের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতীক বরাদ্দ হবে ১৩ মে এবং ভোট গ্রহণ হবে ২৯ মে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews