বিমানবন্দর উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল হামলাকারিদের

ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরের কাছ থেকে দেশটির নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে। রবিবার দেশটির বিভিন্ন স্থানে হামলার ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনী এসব বিস্ফোরক উদ্ধার করতে সক্ষম হয় বলে খবরে বলা হয়েছে।

শ্রীলঙ্কার পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, কলম্বোর বিমানবন্দরের কাছ থেকে তারা ‘পাইপ বোমা’ উদ্ধার করেছে।

সূত্রটি আরো জানায়, বোমাটি সন্ত্রাসীদের ‘হাতে বানানো’ যাতে পাইপের ভিতরে বিস্ফোরক রাখা ছিল।

দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্র জানায়, রাস্তার পাশে পাওয়া ‘পাইপ বোমা’ টি ছয় ফুটের ছিল এবং তা ধ্বংস করা হয়েছে।

পুলিশ ধারণা করছে, পুরো শ্রীলঙ্কান এয়ারপোর্ট উড়িয়ে দেয়ার ছক ছিল হামলাকারিদের।

দেশটির স্থানীয় সময় রবিবার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে।

প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরো পড়ুন: হামলাকারিরা শ্রীলঙ্কান: রনিল বিক্রমসিংহে

হামলায় দুই শতাধিক নিহত হয়েছে এবং চারশ’র বেশি লোক আহত হয়েছে।

ইত্তেফাক/এসআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews