এখনো পর্যন্ত একমাত্র যে কৃষিকাজের সঙ্গে তালেবানের সংশ্লিষ্টতার কথা শোনা যায় তা হলো অবৈধ আফিম চাষ। তবে এবার ভিন্ন এক চিত্র উঠে এসেছে এক তালেবান নেতার বিবৃতিতে।

এক বিবৃতিতে আফগান তালেবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদা বেশি করে গাছ লাগানোর জন্য আফগান জনগণকে পরামর্শ দিয়েছেন।

বিবিসি বলছে, পরিবেশ রক্ষায় তালেবানের কাছ থেকে এ ধরনের বিবৃতি বিরল।

বিবৃতিতে আখুনজাদা আফগান জনগণ এবং তালেবান যোদ্ধাদের অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘পৃথিবীর সৌন্দর্যের স্বার্থে এবং মহান আল্লার সৃষ্টির খেদমতে এক বা একাধিক ফলের বা যে কোনো গাছ লাগান।’

আখুনজাদা তালেবানের সামরিক নেতার চাইতে ধর্মীয় নেতা হিসেবেই বেশি পরিচিতি।

এই তালেবান নেতার হঠাৎ বৃক্ষপ্রেম নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে আফগান সরকার।

প্রেসিডেন্ট আশরাফ গানির মুখপাত্র শাহ হোসেন মোতোয়াজি বলেছেন জনগণকে ধোকা দিতে তালেবানের এই বিবৃতি। তিনি বলেন, তালেবানরা তাদের অপরাধ এবং ধ্বংসযজ্ঞের দিক থেকে নজর ঘোরাতে চাইছে।

এনএফ/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews