সকাল থেকেই খবর ছড়িয়ে পড়েছিল আজ সোমবার দুপুরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হবে। এ জন্য সকাল আটটা থেকেই ইউটিউবার, টিকটকাররা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে ভিড় করতে থাকেন। দুপুর ১২টার পর মূল ধারার গণমাধ্যমকর্মীরাও আদালত চত্বরে আসতে থাকেন।

বেলা একটার দিকে একটি মাইক্রোবাসে করে তৌহিদ আফ্রিদিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিকেল তিনটা ৫ মিনিটে তৌহিদ আফ্রিদিকে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। তাঁর মাথায় ছিল পুলিশের হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো। তৌহিদ আফ্রিদিকে একটি সরু গলি দিয়ে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। এ সময় তাঁকে ঘিরে ধরেন অন্তত এক শ জন ইউটিউবার-টিকটকার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews