ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গে পশু কোরবানির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। এ ব্যাপারে ভারতের পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদমন্ত্রী স্বপন কুমার দেবনাথ বলেন, শুধু পশ্চিমবঙ্গে নয় বরং ভারতের কোনো স্থানেই কোরবানির ওপর নিষেধজ্ঞা দেয়া হয়নি। শনিবার ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি অনলাইন পত্রিকায় আনন্দবাজার পত্রিকাকে উদ্ধৃত করে ভারত তথা পশ্চিমবঙ্গে পশু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে বলে খবর প্রকাশ করা হয়।

ওই খবরের ব্যাপারে জানতে চাওয়া হলে পশ্চিমবঙ্গের মন্ত্রী স্বপন দেবনাথ একথা জানান। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্র্রীতি রক্ষার দায়িত্ব সবার। এমন কোনো খবর প্রকাশ করা ঠিক নয় যেখানে কোনো ধরনের সম্প্রীতি ক্ষুণ্ণ হয়। এদিকে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে এ ধরনের কোনো খবর প্রকাশ করা হয়নি বলে দাবি করা হয়েছে।




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews