কলম্বোয় কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তাড়ায় শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ১০০ রান উঠেছিল মাত্র ১৬.২ ওভারে, উইকেট পড়েছিল মাত্র ১টি। তানজিদ হাসান খেলছিলেন দারুণ। নাজমুল হোসেন রানআউট হওয়ার আগে সব ঠিকঠাকই মনে হচ্ছিল। তারপর যেন সব উল্টে গেল।
২৭ বলের মধ্যে ৫ রানে নেই বাংলাদেশের ৭ উইকেট! ১০০/১ থেকে দেখতে না দেখতেই বাংলাদেশ ১০৫/৮। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড এটিই। তবে ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে ৭ উইকেট হারানোর রেকর্ড এটি নয়।