ঈদ উৎসব শেষে টানা এক মাস পর আজ (২০ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি ছবি। একটি ভারতের, অন্যটি দেশের। এরমধ্যে দেশের ছবি ‘বেঙ্গলি বিউটি’ মুক্তি পাচ্ছে মাত্র একটি প্রেক্ষাগৃহে! অন্যদিকে ভারতের ছবি ‘সুলতান: দ্য সেভিয়র’ পেয়েছে ১১৮টি প্রেক্ষাগৃহ।
আমেরিকা প্রবাসী নায়ক-পরিচালক রাহসান নূর ও মুমতাহিনা টয়া অভিনয় করেছেন ‘বেঙ্গলি বিউটি’তে। অপরদিকে ‘সুলতান: দ্য সেভিয়র’-এ অভিনয় করেছেন কলকাতার জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও ঢাকার মিম।
মুক্তির আগেই ট্রেলার ও গান দিয়ে বেশ প্রশংসা পাওয়া ‘বেঙ্গলি বিউটি’ দেখা যাবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টারে। জানালেন ছবিটির পরিচালক ও অভিনেতা রাহসান নূর। তিনি বললেন, ‘আসলে আমরা আশা করেছি আরও কয়েকটি হল পাবো। কিন্তু শুরুটা মাত্র একটা হল দিয়ে করতে হলো। আমাদের প্রত্যাশা আগামী সপ্তাহে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বলাকাসহ দেশের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি হলে ছবিটি দিতে পারবো।’
ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ মুমতাহিনা টয়ার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মে মাসে আমরা শুটিং শেষ করেছি। এই ছবিতে সত্তর দশকের এক নারীর চরিত্রে আমাকে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে আমার লুকেও সত্তর দশকের নারীদের মতোই ছবিতে দেখানো হয়েছে। আমি খুব উচ্ছ্বসিত কাজটি নিয়ে।’

‘বেঙ্গলি বিউটি’র ট্রেলার:


তিনি আরও বললেন, ‘এটা অসাধারণ এবং বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের একটি ছবি। আমি গর্বিত, আমার শুরুটা এমন একটি ছবি দিয়ে হচ্ছে বলে। আমার ধারণা, ছবিটি পর্যায়ক্রমে সবার নজর কাড়বে।’
টয়া-রাহসান ছাড়াও সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নেইলি আজাদ প্রমুখ অভিনয় করেছেন এ চলচ্চিত্রে। এটি প্রযোজনা করেছেন রাফি তামজিদ।
এদিকে ‘সুলতান: দ্য সেভিয়র’-এর নায়িকা মিম বললেন, ‘এটি পারিবারিক গল্পের ছবি। কলকাতায় যত কাজ করেছি, তার মধ্যে এটি সবচেয়ে বড় ক্যানভাসের ছবি।’
গত ঈদে ছবিটি বাংলাদেশে ‍মুক্তির কথা থাকলেও উৎসবে বিদেশি ছবি মুক্তি না দিতে আদালতের রায় আসায় এটি হলে আসেনি।

‘সুলতান: দ্য সেভিয়র’ পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ।

এর প্রযোজনা প্রতিষ্ঠান ভারতের জিতস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস! পরিবেশনায় রয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

‘সুলতান: দ্য সেভিয়র’-এর ট্রেলার:



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews