গাজীপুরের কালিয়াকৈরে মাটি কাটা বাজার এলাকায় রবিবার দুপুরে বন বিভাগের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছদ অভিযান পরিচালনা করে বনবিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনের জমিতে অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ করা হয়। 

ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অফিসার মনিরুল করিম জানান, দীর্ঘদিন যাবত কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিট এর আওতাধীন মাটিকাটা বাজার এলাকায় কিছু জবরদখলকারী বন বিভাগের গাছপালা কেটে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিলো। কর্মকর্তাদের নির্দেশে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম জানান, উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় এক একর জমি দখলমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া জমিতে কাঁটাতারের বেড়া দিলে গাছে চারা লাগিয়ে দেওয়া হবে। 

বিডি প্রতিদিন/এএ


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews