ইউরোপের একটি কৃত্রিম উপগ্রহ আগামী কয়েক ঘণ্টার মধ্যে পৃথিবীতে আছড়ে পড়বে। এটার নাম ইআরএস -২। ১৯৯৫ সালে চালু হওয়ার সময় একটি অত্যাধুনিক পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ছিল। এখন এটা এমন প্রযুক্তি যা গ্রহ পর্যবেক্ষণের জন্য নিয়মিত ব্যবহৃত হয়।
২০১১ সালে কার্যক্রম শেষ হওয়ার পর থেকে এটি ধীরে ধীরে নিচে নেমে আসছে এবং বুধবার কোনো এক সময় বায়ুমণ্ডলে একটি অনিয়ন্ত্রিত, জ্বলন্ত মিশে যাবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলছে, দুই টন ওজনের স্যাটেলাইটটির বেশিরভাগই বিধ্বস্ত হওয়ার পথে পুড়ে যাবে।
তবে এটিও সম্ভব যে আরও কিছু শক্তিশালী অংশ উচ্চ-গতির ডাইভের সময় উৎপন্ন তীব্র উত্তাপ সহ্য করে টিকে থাকবে। তবে এই টুকরোগুলি জনবহুল অঞ্চলে আঘাত করার এবং ক্ষতির কারণ হওয়ার সম্ভাবনা সীমিত। এগুলো বিশ্বের প্রায় যে কোনও জায়গায় অবতরণ করতে পারে তবে পৃথিবীর পৃষ্ঠের বেশিরভাগ অংশ সমুদ্র দ্বারা আচ্ছাদিত। সুতরাং এই ধ্বংসাবশেষ সমুদ্রে হারিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।বিডিপ্রতিদিন/কবিরুল