বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী দীপিকা। ‘গোলিওঁ কী রাসলীলা রামলীলা’ সিনেমায় প্রথম রণবীর সিংয়ের বিপরীতে কাজ করেন দীপিকা ও সেখান থেকেই তাদের প্রেমের শুরু।

রণবীর জানান, ‘নাগাড়া সঙ্গ ঢোল বাজে’ গানটি পর্দায় যতটা সুন্দর লেগেছিল, তার পেছনে দীপিকার কী কঠিন পরিশ্রম ছিল!

রণবীর আরও বলেন, ‘গানটায় কারো তো দীপিকার দিক থেকে চোখ সরেনি আর সেটাই স্বাভাবিক। ওর দুর্দান্ত এক্সপ্রেশন, বিদ্যুতের মতো নাচের স্টেপেই সবার চোখ আটকে ছিল। কেউ যেটা দেখতে পাননি, সেটা হলো দীপিকার পা প্রায় ঢাকা ছিল ব্যান্ডেজে। একটা ময়দানে খালি পায়ে ওকে টানা বেশ কয়েক দিন ওই নাচের রিহার্সাল ও তারপর শুটিং সম্পন্ন করতে হয়েছিল।’

রণবীর বলেন, ‘সেই সঙ্গে ওর গায়ে ছিল বেশ ভারি লেহেঙ্গা ও গহনা। শুটিংয়ের তৃতীয় দিন দেখলাম ওর পায়ের নিচে চামড়া বলে আর কিছু নেই। পুরোটাই উঠে গিয়ে লাল হয়ে আছে। পা ফেললেই রক্ত পড়ছে। ও একবার নাচের স্টেপ করে করে ঘুরে আসছে আর সেই জায়গায় রক্ত দিয়ে গোল আঁকা হয়ে যাচ্ছে। যেন ও আলতা পরে ইচ্ছা করে ওভাবে পা ফেলেছে। দীপিকা কাউকে বুঝতে দেয়নি কী অসম্ভব কষ্ট হচ্ছে ওর নাচটা করতে পায়ের ওই অবস্থা নিয়ে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews