আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুকে যত বেশি চর্চা করবো এবং তাঁকে ধারণ করবো বাংলাদেশ তত বেশি উজ্জ্বল হবে। রবিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে তাঁরা (ঘাতক) শুধু একটি মাত্র ব্যক্তি বা পরিবার নয়, দেশকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে। আজকে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করছে, আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে। তাই আমরা বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ব্যর্থ হয়েছে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’
তিনি বলেন, ‘সমগ্র জাতি ১৫ আগস্টে শোক দিবস পালন করেছে। এটা আওয়ামী লীগের শোক দিবস নয়, এটা জাতীয় শোক দিবস। জাতীয়ভাবে সকলের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এ শোক দিবসটি পালন করা।’
খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের মা-বোন’রা যেজন্য আত্মত্যাগ করেছিলেন তা আজ স্বার্থক এ কথা আমরা বলতে পারি। কারণ আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। ১৯৭৫ সাল পরবর্তী সময়েও আমাদের মায়েরা অনেক আত্মত্যাগ করেছিলেন। তাদের এ আত্মত্যাগের কারণেই আজকে বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম সাফিয়া খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের পরিচলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews