কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত রফিকুল শহরের চৌড়হাস আদর্শপাড়া এলাকার বাসিন্দা।



শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের পাশে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান পথচারীরা। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রফিকুলের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করে।

রফিকুলের ব্যবহৃত ব্যাটারিচালিত অটোর কোনো খোঁজ মেলেনি এখনো। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত অটো ছিনতাই ও হত্যাকাণ্ড হতে পারে। তবে হত্যার কারণ ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। শুক্রবার দুপুরে স্থানীয়রা কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, অটোর সন্ধান ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমজে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews