জিম্মি জয়া! আসলেই কি? কার কাছে জিম্মি? কীভাবে জিম্মি হলেন জয়া? কে জিম্মি করল? এসব প্রশ্ন এখন জন্ম দিচ্ছে রহস্যের। তবে একটি সূত্র মারফত জানা গেল, জয়াকে পাবনায় জিম্মি করা হয়েছে। আচ্ছা, সোজাসুজি উত্তর দেওয়া যাক। দুই বাংলার সিনে দুনিয়ার জনপ্রিয় তারকা জয়া আহসান এখন পাবনায় রয়েছেন একটি কাজে। তা একটি ওয়েব সিরিজের শুটিং। নির্মাতা আশফাক নিপুণ। বেশ কিছুদিন ধরেই শুটিং চলছে। এ মুহূর্তে জয়া আহসান আছেন পাবনায়। সেখানে তিনি ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করেছেন। কয়েক দিনের মধ্যে শুটিং শেষে ঢাকায় ফিরবেন। এদিকে ফেসবুকে প্রায়ই নানান লুকে স্থিরচিত্র পোস্ট করে থাকেন জয়া আহসান। আলাদা ফটোশুটের এসব স্থিরচিত্র তাঁর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করে। মঙ্গলবার জয়া আহসান তাঁর ফেসবুকে পোস্ট করেছেন রেড হল্টার নেক ইভিনিং গাউনের সাতটি স্থিরচিত্র। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে জয়া লিখেছেন- ‘সন্দেহের ছায়ায়’। জয়ার পোস্ট করা এসব স্থিরচিত্রে হাজার হাজার রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য পড়েছে প্রচুর মানুষ। ভক্তদের অনেকে জয়ার পোস্ট করা এসব স্থিরচিত্র তাদের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। জানা গেছে, ফেসবুকে জয়ার পোস্ট করা এসব স্থিরচিত্র তোলা হয়েছে কলকাতায়।