বৈশ্বিক রণক্ষেত্র যখন দ্রুত প্রসারিত হয়ে পড়ছে, ঠিক এমনই এক সময়ে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলার সমর্থক ও বিরোধীরা অন্য একটি রণাঙ্গণে মুখোমুখি হচ্ছে। সেটি হলো: আদালত কক্ষ।

গণহত্যাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারা আন্তর্জাতিক আইন ও কনভেনশনগুলোর আসলেই মূল্য আছে এবং এসব আইন ও সনদের জরুরি বাস্তবায়ন দরকার বলে যেসব আইনজীবী, মানবাধিকার কর্মী, সংগঠন এবং রাষ্ট্র বিশ্বাস করে, তারা গত ছয় মাসে জাতীয় এবং আন্তর্জাতিক আদালতে নজিরবিহীন সংখ্যক মামলা করেছে। তারা গণহত্যামূলক হামলার বিরুদ্ধে ভূরি ভূরি তথ্য উপাত্ত আদালতে পেশ করছে।

এই অভূতপূর্ব আইনি সংহতি ইসরায়েলের সরকারকে ইতিমধ্যেই চিন্তায় ফেলে দিয়েছে। তারা গণহত্যার অভিযোগ থেকে বাঁচতে তাদের পশ্চিমা মিত্রদের সাহায্য চাচ্ছে।

অন্যদিকে, গাজায় নিজেদের কর্মকাণ্ড নিয়ে ইসরায়েল যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে তা মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে একটি আন্তর্জাতিক আইন বিভাগই প্রতিষ্ঠা করে ফেলেছে। কিন্তু তারপরও পশ্চিমের মূলধারার সংবাদমাধ্যমগুলো এই ঘটনাগুলো গভীরভাবে তলিয়ে দেখা থেকে প্রায়শই বিরত থাকছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews