ধর্মেন্দ্র এক সপ্তাহের বেশি সময় ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তাঁকে হাসপাতালে নেওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে। শাহরুখ খান, সালমান খান, আমিশা প্যাটেলসহ বলিউডের বহু তারকা হাসপাতালে গিয়েছিলেন তাকে দেখতে।
এর আগে গতকাল সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়ায় যে ধর্মেন্দ্রকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পরে তাও ভুয়া বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে।