১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেসিক ইনস্টিংক্ট’-এর সেই বিখ্যাত জিজ্ঞাসাবাদের দৃশ্য এক রাতেই শ্যারন স্টোনকে আন্তর্জাতিক তারকা বানিয়েছিল। ক্যাথরিন ট্রামেল চরিত্রে তার দুর্ধর্ষ অভিনয় এখনো সিনেমা ইতিহাসের অন্যতম আলোচিত। তবে সেই খ্যাতি শ্যারনের জন্য কতটা গর্বের ছিল, তা নিয়ে সম্প্রতি তিনি মুখ খুলেছেন এক বিস্ফোরক মন্তব্যে।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী বলেন,'ওই দৃশ্যটা আমাকে আইকন বানিয়েছিল ঠিকই, কিন্তু সম্মান দেয়নি।'

তিনি আরও বলেন,'আবার কি এমন দৃশ্যে কাজ করতে চাইব? সত্যি বলতে, জীবনে সবকিছু আমাদের ইচ্ছেমতো হয় না। আমি আর কোনো ফ্যান্টাসি ওয়ার্ল্ডের অংশ হতে চাই না।'

এই প্রথম নয়, ২০২১ সালে প্রকাশিত তার আত্মজীবনী ‘The Beauty of Living Twice’-এ শ্যারন স্টোন লিখেছিলেন, শুটিংয়ের সময় তাকে বলা হয়েছিল, অন্তর্বাস আলো প্রতিফলিত করছে, তাই খুলে ফেলতে হবে। কিন্তু পরে যখন প্রজেকশনে দৃশ্যটি দেখেন, তখন তিনি পলকে চড় মেরে বেরিয়ে গিয়েছিলেন এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন।

তবে পরিচালক পল ভেরহোভেন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তার দাবি, শুটিংয়ের সময় কী হচ্ছে তা অভিনেত্রী জানতেন এবং সম্মতিও দিয়েছিলেন।

কিন্তু নতুন সাক্ষাৎকারে শ্যারন বলছেন, 'ঠিক কী শুট হচ্ছে, সেটা নিয়ে তখন একটা ধোঁয়াশা ছিল। শুটিংয়ের পর পল নিজেও অস্বস্তিতে পড়ে গিয়েছিল, এমনকি দৃশ্যটা আমাকে দেখাতে ভয় পাচ্ছিল।'

তিনি আরও বলেন, 'আমি চাইলেই দৃশ্যটি বাদ দেওয়ার আইনি অধিকার ব্যবহার করতে পারতাম, কিন্তু করিনি।'

বিডি প্রতিদিন/মুসা 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews