এক সপ্তাহ শুটিং করার পর অনিশ্চিত হয়ে গেল বাংলাদেশের জায়েদ খান ও কলকাতার নায়িকা সায়ন্তিকার সিনেমা ‘ছায়াবাজ’-এর বাকি কাজ। রোববার রাতে প্রথম আলোকে ছবির প্রযোজক মনিরুল ইসলাম বলেন, ‘নৃত্য পরিচালক মাইকেল বাবুর সঙ্গে সায়ন্তিকা ও জায়েদ খান গানের শুটিং করতে চাননি। তাঁরা দুজন মিলে মাইকেলকে অপমান–অপদস্ত করেছেন। ৬ সেপ্টেম্বর লোকেশনে কাজ না করে তাঁরা মাইকেলকে সারা দিন বসিয়ে রেখেছিলেন। তাঁরা গাড়ি থেকেই নামেননি। এখন মাইকেলের কাছে ক্ষমা চাইতে হবে। শুটিং নিয়ে নানা ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে, তা না হলে কাজ করব না। প্রথম ধাপের শুটিংয়ে আমার প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। প্রয়োজন হলে জলে যাবে টাকা, তা–ও আর এই ছবির কাজ শেষ করব না।’
এই প্রযোজকের কথা, ‘আমার দেশের শিল্পীকে অপমান করবে, সেটা আমি একজন সিনেমার মানুষ হয়ে মেনে নেব না। কারণ, আমার দেশকে অন্য দেশের মানুষ এসে ছোট করতে পারেন না। আজ মাইকেলকে অপমান করেছে, কাল পরিচালকের সঙ্গে করত, আরেক দিন হয়তো ইউনিটের অন্য কারোর সঙ্গে করত। সেটি হতে দেব না। এর সমাধান না হলে কাজ আর করব না। যা ক্ষতি হয় হবে।’