এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কাজিনস’। নাটকটি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্সের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন মোহসিনা আরফিন ও অমৃতা আচার্য্য পিউ। গোলাম মুক্তাদিরের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম, ঈষিকা সাকিন, নিশা চৌধুরী, শাওন দাস, সাদাফ হাশমী জিয়ান প্রমূখ। ‘এখন একান্নবর্তী পরিবার বলতে গেলে আর নেই। আত্মীয়তার বন্ধনও হালকা হয়ে এসেছে। এমনকি একটা বয়সের পর নিজ ভাই-বোনদের মধ্যেও তেমন যোগাযোগ হয়না। এরকম সময়ে পাঁচ কাজিনের সম্পর্ক একদম উল্টো। সবাই ভিন্ন ও বৈচিত্র্যময় চরিত্রের মানুষ। পাহাড়ে টিলা কিনে কুটির বানানোর জন্য আন্দু ঢাকার ডুপ্লেক্স বাড়িটা বিক্রি করার প্ল্যান করে। তখনই ঘটনাচক্রে এক এক করে আরো কাজিনরা আন্দুর বাড়িতে উঠতে থাকে। ঢাকায় থাকা একজন কাজিনও এই গ্রুপটার সাথে জড়িয়ে পড়ে। আন্দু তার কাজিনদের বিপদে রেখে চলে যেতে পারেনা। একে একে আত্মীয় স্বজনদের মাঝের সম্পত্তি, সম্পর্ক ইত্যাদি নানা কলহ মিটানোর দায়িত্ব তার ঘাড়েই এসে পড়ে।