বিনা অপরাধে আটক করে নানীর ভিক্ষার টাকা ঘুষ পেয়ে নাতিকে ছেড়ে দিয়েছেন ভৈরব থানার এএসআই মাজহারুল হক।

ঘটনাটি কিশোরগঞ্জের পুলিশ সুপারের নজরে এলে শনিবার দুপুরে তাকে কিশোরগঞ্জের পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

পুলিশ সুপারের কার্যালয় থেকে ক্লোজড করার বিষয়টি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ যুগান্তরকে নিশ্চিত করেছেন।

পাশাপাশি ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান দীপুকে ঘটনাটি তদন্ত করতে নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে ওই পুলিশ অফিসার মাজহারুল হক পৌর শহরের নিউটাউন এলাকা থেকে মো. জুয়েল নামের এক রিকশাচালককে ধরে নিয়ে থানার পেছনে রান্নাঘরে বন্দি করে রাখেন।

এ সময় তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ওই পুলিশ। টাকা না দিলে ইয়াবা দিয়ে মামলা করা হবে বলে তাকে হুমকি দেয়া হয়।

পরে জুয়েলের মা জরিনা বেগম খবর পেয়ে ১৩ হাজার টাকা ওই পুলিশকে ( মাজহারুলকে) দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নেয় বলে অভিযোগ তার বিরুদ্ধে।

জরিনার অভিযোগ তার ঘরের জিনিসপত্র বিক্রি এবং মায়ের (জরিনার মা) ভিক্ষার ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা দেয়ার পর জুয়েলকে ছাড়া হয়।

এরপর ঘটনাটি গতকাল শুক্রবার স্হানীয় এক মিডিয়া কর্মীকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হয়। এই ঘটনার অপরাধে পুলিশ সুপার আজ তাকে ক্লোজড করেন।

ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, তাকে ক্লোজড করার নির্দেশ পেয়েছি। আগামীকাল তাকে থানা থেকে রিলিজ করা হবে বলে তিনি জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews