হোয়াটসঅ্যাপের আদলে পাঠানো বার্তা মুছে ফেলার সুযোগ চালু হচ্ছে মেসেঞ্জারে। ‘আনসেন্ড’ নামের ফিচারটি কাজে লাগিয়ে বার্তা পাঠানোর সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে সেগুলো প্রাপকের চ্যাটবক্স থেকেও মুছে ফেলা যাবে। ফলে মনের ভুলে পাঠানো বা অপ্রয়োজনীয় বার্তাগুলো নিয়ে বিব্রত হতে হবে না। তবে বার্তা মুছে ফেলার পর প্রাপককে বিষয়টি জানাবে মেসেঞ্জার কর্তৃপক্ষ। মেসেঞ্জারের এডিট অপশনে ফিচারটি যুক্ত করা হতে পারে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপযোগী নতুন সংস্করণের মেসেঞ্জারে ফিচারটি ব্যবহারের সুযোগ মিলবে।

উল্লেখ্য, বর্তমানে মেসেঞ্জারে প্রেরকের চ্যাটবক্স থেকে বার্তা মুছে ফেলার সুযোগ থাকলেও প্রাপকের চ্যাটবক্সে রয়ে যায়।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews