বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের শতাধিক বিদ্রোহী নেতাকর্মী নৌকার পক্ষে সমর্থন জানিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এর মাধ্যমে দীর্ঘ ১৮ বছর পর দলের বাইরে থাকা এই নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিলেন।

এ সময় তারা বলেন, আমরা সবাই ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। স্থানীয় রাজনৈতিক মতানৈক্যের কারণে দীর্ঘ ২০ বছর দলের বাইরে থাকতে হয়েছে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের সমন্বয়ে ঐক্যফ্রন্টের নেতারা একত্রিত হয়েছে। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে, দেশ ১৯৭১ এর চেয়েও ভয়াবহ পরিস্থিতিতে পড়বে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা থেমে যাবে। তাই জাতিকে মৌলবাদীদের হাত থেকে রক্ষা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমরা সবাই নৌকায় সমর্থন জানিয়েছি।

বক্তারা আরও বলেন, আমরা কোনও ব্যক্তিকে চিনতে চাই না, দল যাকে নৌকা প্রতীক দিয়েছে তার পক্ষেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আগামী নির্বাচনে বরগুনায় নৌকাকে বিজয়ী করতে আমরা সবাই কাজ করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট আব্দুল মোতালেব মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহফুজা বেগম, আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মীর নুরুল হক, বরগুনা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম নান্না, বরগুনা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগ সদস্য মোসা. ফাতেমা বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. রেজাউল করিম রাজ্জাক মৃধা প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সালে তৎকালীন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে, এসব নেতাকর্মীরা তাঁর পক্ষে অবস্থান নেন এবং সেই থেকে এসব নেতাকর্মীরা দেলোয়ার হোসেন এর সমর্থক হিসেবেই পরিচিত। যার কারণে দীর্ঘ ১৮ বছর এসব নেতারা বরগুনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনও পদে দায়িত্ব পাননি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews