ঈদুল আজহা উপলক্ষ্যে পুনর্মিলনী করেছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ (বিএসওএম)।

মঙ্গলবার কুয়ালালামপুরের সেরডাং ইস্টলেকে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। এছাড়া উপস্থিত ছিলেন কয়েকজন বিদেশি শিক্ষার্থীও।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আদিবা আহমেদ। তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি।

অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সহ-সভাপতি আসিফ রহমান ও সাধারণ সম্পাদক সায়েদা তাসমিমা হুসেইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আহমেদ রেজা।

অনুষ্ঠান পর্বে ছিল বল পাসিং গেম, গান-নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। এতে দেশীয় খাবারের আয়োজন রাখা হয় যাতে প্রবাসের মাঝেও ঈদের আমেজ অনুভব করতে পারেন অংশগ্রহণকারীরা।

সভাপতি আসাদুল্লাহ আল গালীব বলেন, “আমাদের বিএসওএম শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসে থাকা শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। আমরা চাই, মালয়েশিয়ায় থাকা প্রতিটি বাংলাদেশি শিক্ষার্থী যেন অনুভব করে বিএসওএম সবসময় তাদের পাশে আছে, তাদের আপনজন হয়ে।”

অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন দায়িত্বে ছিলেন সংগঠনের সহ-সভাপতি রিয়াদ হোসেন, শাফি রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইমরান হোসেন, সাব্বির আহমেদ, দীপ্ত আহমেদ , নাইম ইসলাম, সুমাইয়া আক্তার ও সূচনা রহমান।

‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ (বিএসওএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রবাসে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নিতে সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে ভূমিকা রাখছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews