সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ করছেন কঙ্গনা রানাউত। এবার তিনি মুখ খুললেন সুশান্তের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দেন কঙ্গনা রানাউত। যেখানে তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে মিটু ক্যাম্পেইনের মধ্যে অযথাভাবে টেনে নিয়ে আসা হয় সুশান্তের নাম। মিথ্যে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। ওই ঘটনার পর সুশান্ত জানিয়েছিলেন, তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। এমনকি, ওই মিথ্যা অভিযোগের জেরে, তিনি ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন বলেও ওই সময় মন্তব্য করতে শোনা যায় সুশান্তকে। 

এবার সুশান্তের মৃত্যুর পর বিষয়টিকে ফের প্রকাশ্যে আনলেন কঙ্গনা রানাউত। তিনি দাবি করেন, মিটু-র মিথ্যে অভিযোগ এনে সুশান্তের ভাবমূর্তিতে কাঁদা ছেটানো হয়। কারা ওই ঘটনায় জড়িত, তাদের নাম এবার প্রকাশ্যে আনতে হবে বলেও জোর গলায় দাবি করেন বলিউড কুইন।

প্রসঙ্গত, ওই সময় 'দিল বেচারা'র নায়িকা সাঞ্জানা সাঙ্ঘি সুশান্তের বিরুদ্ধে মিটু'র অভিযোগ আনেন বলে দাবি করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে। যদিও ওই সিনেমার পরিচারক মুকেশ ছাবড়া পুরোপুরি অস্বীকার করেন সুশান্তের বিরুদ্ধে আনা অভিযোগ। এমনকি, সুশান্তের পাশেও দাঁড়ান মুকেশ ছাবড়া।

২০১৮ সালের সেই পুরনো প্রসঙ্গ টেনে এনে কঙ্গনা দাবি করেন, সুশান্তকে ইচ্ছে করে ফাঁসানো হয় ওই সময়। সুশান্তের মনোবল ভেঙে দিতেই ওই সময় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ করা হয় বলেও দাবি করেন কঙ্গনা।

বিডি প্রতিদিন/ফারজানা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews