নয়া দিগন্ত অনলাইন

ত্রিদেশীয় সিরিজে নতুন এক রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। ডাবলিনে শেষ ম্যাচে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বোলারকে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নতুন এ রেকর্ড গড়েছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার।

কিউইদের দেয়া ২৭১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে এই কৃতিত্ব গড়েন তামিম। সবমিলিয়ে একদিনের ক্রিকেটে  চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখান তিনি।

দ্বিতীয় ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকানো এই এলিট ক্লাবে তামিম ছাড়াও রয়েছে আরো তিনজন। তারা হলেন-

১. মার্ক গ্রেটব্যাচ (নিউজিল্যান্ড) ঃ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, অকল্যান্ড, ডিসেম্বর ৩০, ১৯৯২

২. ফিলো ওয়ালেস (ওয়েস্ট ইন্ডিজ) ঃ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা, অক্টোবর ৩১, ১৯৯৮

৩. বীরেন্দ্রর শেবাগ (ভারত) ঃ অস্ট্রেলিয়া বনাম ভারত, সিডনি, ফেব্রুয়ারি ৮, ২০০৪



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews