টালিউডের ‘রঞ্জা’ আর ঢালিউডের ‘প্রিয়তমা’র ইধিকা পাল আজ সবার জনপ্রিয় অভিনেত্রী। সবখানেই দাপটের সঙ্গে ছুটছেন ইধিকা। তার সাফল্যই প্রমাণ করেছে তিনি সত্যিই ‘বাংলার ক্রাশ’। আর দেবের মন্তব্য সে দাবিকেই যেন পাকাপোক্ত করে দিয়েছে। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব কিংবা বোঝাপড়া যতই আলোচনায় আসুক না কেন, দর্শকের চোখ এখন একটিই প্রশ্ন— পর্দায় দেব-ইধিকার প্রেমকাহিনি সত্যিই কি হৃদয় কাঁপাবে?

অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পালের নতুন সিনেমা ‘বহুরূপ’-এর ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেব। এ অভিনেতা ক্যাপশনে লিখেছেন— আমার আদরের ভাই সোহম ও বেঙ্গল ক্রাশ ইধিকাকে শুভেচ্ছা। 

দেবের এ প্রশংসা ঘিরেই এখন ঝড় তুলেছেন নেটিজেনরা। 

আরও পড়ুন

আরও পড়ুন

দেহে উপস্থিত ‌‘বিষ’-এর মাত্রা পরীক্ষা করিয়ে যা বললেন সামান্থা

দেহে উপস্থিত ‌‘বিষ’-এর মাত্রা পরীক্ষা করিয়ে যা বললেন সামান্থা

এক নেটিজেন লিখেছেন— রুক্মিণীর চোখ রাঙানি বাড়বে। আরেক নেটিজেন মজা করে লিখেছেন— টালিউডে নতুন প্রেমের সুবাস।

উল্লেখ্য, আগামী পূজায় মুক্তি পাচ্ছে দেব-ইধিকার সিনেমা ‘রঘু ডাকাত’। যেখানে পর্দায় জ্বলবে রঘু ডাকাত আর সৌদামিনীর রোমান্স। এর আগেই ‘খাদান’-এ তাদের রসায়ন সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছিল। এবার প্রত্যাশা আকাশছোঁয়া।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews