ব্যালন ডি’অরের জন্য মনোনীত না হলেও এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ২০২৪’ মনোনীত ১১ জন খেলোয়াড়ের তালিকাতে নাম উঠেছে লিওনেল মেসির। এ তালিকাতে আছেন ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ্ব মিডফিল্ডার রদ্রি, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভিনিসিয়াস-জুড বেলিংহাম, আরলিং হলান্ডের মতো তারকারা। সবশেষ এ পুরস্কার জেতা মেসিই একমাত্র মনোনীত খেলোয়াড়, যিনি ইউরোপের বাইরে খেলছেন। এ নিয়ে ৯ বার মনোনয়ন পেলেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার।

আবারও সেরার লড়াইয়ে মেসিতবে এবার স্পেনভিত্তিক খেলোয়াড়দের প্রাধান্যই বেশি থাকলেও ম্যানচেস্টার সিটির রদ্রি ও আরলিং হলান্ড প্রিমিয়ার লিগের মনোনীত প্রার্থী। সিটি টানা চার লিগ শিরোপা জেতার পর এই জুটি স্থান পেল। এ ছাড়া ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র, যিনি অক্টোবরে ভোটে স্প্যানিয়ার্ডের কাছে রানার্সআপ হয়েছিলেন। আর জুড বেলিংহাম, যিনি ব্যালন ডি’অর ভোটে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। এবার ফিফা পুরস্কার জেতা প্রথম পুরুষ ইংলিশ্ব খেলোয়াড় হওয়ার আশা করছেন তিনি। আছেন রিয়ালের দানি কার্ভাহাল, টনি ক্রুস, ফেদে ভালভার্দে, কিলিয়ান এমবাপে। স্পেনের হয়ে ইউরো জেতা ইয়ামাল, জার্মানির ভির্টজ এবং ম্যানচেস্টার সিটির হয়ে লিগ জেতা হলান্ড।

এ ছাড়া কোচ ক্যাটাগরিতে গতবারের বিজয়ী ম্যানচেস্টার সিটির পেপ গার্ডিওলা, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, বায়ার লেভারকুজেনের জাবি আলোনসো, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের আবার মনোনীত হয়েছেন। বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আর্সেনালের ডেভিড রায়া, ম্যানচেস্টার সিটির এডারসন এবং অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ। রিয়াল মাদ্রিদের আন্দ্রে লুনিন, প্যারিস সেন্ট-জার্মেইনের জিয়ানলুইগি ডোনারুমা, এসি মিলানের মাইক ম্যাগনান এবং অ্যাথলেটিক বিলবাওয়ের উনাই সাইমনও আছেন এ তালিকায়।

১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে গিয়ে দ্য বেস্ট পুরস্কারের জন্য সেরা খেলোয়াড়, কোচ, গোলকিপার, ফরোয়ার্ড ইত্যাদি ক্যাটাগরিতে ফুটবলারদের ভোট দেওয়া যাবে। দর্শকদের এই ভোটের সঙ্গে ফিফার সদস্য দেশ্বগুলোর কোচ, অধিনায়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিদের ভোটে সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়া ফুটবলার পাবেন ‘দ্য বেস্ট’ পুরস্কার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews