চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে হঠাৎ করেই ছন্দপতন ঘটে নুসরাত ফারিয়া ও জাজের মধ্যে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। নুসরাত ফারিয়াকে আর জাজের ঘরে দেখা যায়নি। সম্প্রতি হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে দেখা মিলল ফারিয়ার। নায়িকা নিজেই এ প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাঁকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন- ‘২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে। এ লোকটাকে ছাড়া স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ সাত বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’ এ পোস্ট দেখে ভক্তরা অনুমান করছেন, তাহলে হয়তো জাজের জ্বিন-৩ নিয়ে ফিরছেন ফারিয়া।