সতর্ক করে ছেড়ে দেওয়া হলো সালমান মুক্তাদিরকে

ছবি: সালমান মুক্তাদিরের বিতর্কিত ভিডিও থেকে নেওয়া।

ইন্টারনেটে অশ্লীল ও অপ্রাসঙ্গিক কনটেন্ট আপলোড আর না করার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউবার সালমান মুক্তাদিরকে। মঙ্গলবার বিকাল ৪ টায় মিন্টো রোডে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘সালমান মুক্তাদির ভিডিও সরিয়ে ফেলবে বলে কথা দিয়েছে। আমাদের পক্ষ থেকে তাকে কাউন্সিলিং ও নিরাপদ ইন্টারনেট সংক্রান্তে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর তার কন্টেন্টগুলো মনিটর করা হবে। নির্দেশনা অনুযায়ী না চললে পরবর্তীতে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি: সালমান মুক্তাদির

আরও পড়ুনঃ জিজ্ঞাসাবাদের জন্য আটক ইউটিউবার সালমান মুক্তাদির

উল্লেখ্য, ‘সেইফ ইন্টারনেট’ স্লোগানকে সামনে রেখে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। পর্নো সাইট বন্ধ করাসহ ইন্টারনেটে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধেও কাজ করছে তারা। এরই অংশ হিসেবে সমালোচিত অভিনেত্রী সানাইকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

ইত্তেফাক/নূহু



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews