কুমিল্লা চান্দিনা পৌরসভা নির্বাচনে নারী পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। শনিবার সকাল সাড়ে ৮টায় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ছবি: এম সাদেকদ্বিতীয় ধাপে আজ শনিবার দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বেশির ভাগ পৌরসভায় দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে নানা অনিয়মের অভিযোগ তুলে তিনটি পৌসভায় বিএনপির প্রার্থী ভোট বর্জন করেছেন। এ ছাড়া কয়েকটি কেন্দ্রে গোলযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভোট হচ্ছে এমন কয়েকটি এলাকায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারামারি, গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। ৬০ পৌরসভায় মেয়র হতে লড়ছেন মোট ২২১ জন প্রার্থী।

বেলা ১১টার পরে মেয়র পদে নির্বাচন করা বিএনপির তিনজন প্রার্থী ভোট বর্জন করেছেন। তাঁরা হলেন রাজশাহীর ভবানীগঞ্জের বিএনপি প্রার্থী আবদুল রাজ্জাক, বাগেরহাটের মোংলা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী।

গোলযোগ হয়েছে ফেনীর দাগনভূঞা পৌরসভার একটি কেন্দ্র। সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। বাগেরহাটের মোংলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ঝিনাইদহের শৈলকুপায় সংঘর্ষে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে এক মেয়রপ্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে অনেক কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলে। তবে বেলা ১১টার পর কোথায় কোথায় বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্রে এজেন্টকে মারধর, বিএনপির চিহ্নত ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আসতে থাকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews