বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া আবার তার ভক্ত-অনুরাগীদের জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছেন। প্রেমের গল্প ও আইটেম গানের পর এবার তাকে দেখা যাবে একটি ক্রাইম ও থ্রিলার ছবিতে। 

তামান্না তার ভক্তদের জন্য সবসময় বিশেষ কিছু নিয়ে আসেন। তার অভিনয় ও দৃশ্যমানতা দর্শকদের জন্য আকর্ষণীয়। নীরজ পান্ডের পরিচালনায় ছবিটি শুধু তামান্না ভাটিয়ার জন্যই নয়, বরং এ ছবির সব কলাকুশলীর জন্য একটি নতুন সুযোগ হয়ে দাঁড়াবে। তামান্না ও জিমি শেরগিলের অভিনয়ের সমন্বয় দর্শকদের মনে একটি বিশেষ স্থান করে নেবে। তাই প্রস্তুত থাকুন ২৯ নভেম্বরের জন্য, যখন তামান্না ভাটিয়া ফিরে আসবেন নতুন রূপে ও নতুন গল্পে।

ভক্ত-অনুরাগীদের জন্য বড়দিনের আগেই তামান্নার নতুন উপহার। আগামী ২৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে নতুন ছবি 'সিকান্দার কা মুকাদ্দার'। সম্প্রতি নেটফ্লিক্স তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে।

পোস্টে লেখা হয়েছে— তিন অভিযুক্ত, কিন্তু অপরাধী কে? মামলাটি শিগগিরই খোলা হবে। দেখুন ‘সিকান্দার কা মুকাদ্দার'। আগামী ২৯ নভেম্বর, শুধু নেটফ্লিক্সে! ছবিটি একটি ডাকাত ও তার প্রচেষ্টার গল্প নিয়ে নির্মিত হয়েছে, যা একজন পুলিশ অফিসারের ওপর ভিত্তি করে। এ ছবিটি পরিচালনা করেছেন নীরজ পান্ডে, যিনি পূর্বে টাবু ও অজয় দেবগনের 'অরন মে কাহান দম থা' ছবির পরিচালক ছিলেন। 

'সিকান্দার কা মুকাদ্দার' ছবিতে তামান্না ভাটিয়া ছাড়াও আরও রয়েছেন অবিনাশ তিওয়ারি, জিমি শেরগিল, রাজীব মেহতা, দিব্যা দত্ত, জোয়া আফরোজ প্রমুখ। 

উল্লেখ্য, তামান্না ভাটিয়াকে সর্বশেষ ব্লকবাস্টার “স্ত্রী ২”-তে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল, যেখানে তিনি তার নৃত্যের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। ছবির গানটি তার ভক্তদের কাছে খুবই জনপ্রিয় হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews