ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ভেলাজান এলাকায় আলু বোঝাই ট্রাক ও তিন চাকার একটি পাগলুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।

নিহতরা হলেন জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩)। আহতদের মধ্যে রয়েছেন মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), শিশু আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। এ সময় ভেলাজান এলাকায় বিপরীত দিক থেকে আসা পাগলুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা মিলে পাগলুতে থাকা যাত্রীদের গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় আরফান (২৩) নামের আরও একজনের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews