‘সাহিত্যের মাঝে, চলচ্চিত্রের মাঝে, প্রিয় চরিত্রের মাঝে অমরত্ব পেয়েছেন আমাদের হ‌ুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্য যতদিন থাকবে, হ‌ুমায়ূন আহমেদ ও তার চরিত্রগুলো, বিশেষ করে মিসির আলিকে আমরা হারিয়ে যেতে দেবো না। মিসির আলি আছেন, থাকবেন’- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) হ‌ুমায়ূন আহমেদকে স্মরণ করে এই স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। মিসির আলি চরিত্র নিয়ে ‘দেবী’ ছবিটির প্রযোজক তার প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’। 
স্ট্যাটাসে জয়া আরও উল্লেখ করেন, ‘আজ হ‌ুমায়ূন আহমেদের ষষ্ঠ প্রয়াণ দিবসে অমর লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জানিয়ে রাখি আজ রাত ৮টায় আমরা চলচ্চিত্রে প্রথমবার মিসির আলির একঝলক দেখবো।’ 
কথা রেখেছেন জয়া। বৃহস্পতিবার রাত ৮টার পরপর জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব পেজে এসেছে ‘দেবী’র টিজার। এটি শেয়ার করে জয়া তুলে ধরেন মিসির আলির উক্তি, ‘জীবনের খেলাগুলো জটিল অঙ্কের মতো। কখনও সমাধান হয়, কখনও সমাধান হয়েও হয় না।’
এরপর আরেকবার শেয়ার করে জয়া লিখেছেন, ‘যে পৃথিবীতে চোখ খুলেই কেউ দেখে না, সেখানে চোখ বন্ধ করে দেখার এক আশ্চর্য ফলবতী চেষ্টা করে চলেছেন যুক্তিবাদী মিসির আলি। এবার এক আদিম আধিভৌতিক রহস্যের মুখোমুখি তিনি।’

টিজারটিতে মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরীর বিভিন্ন মুহূর্ত দেখা গেছে। এলো চুল, মোটা ফ্রেমের চশমা, আঙুলের ফাঁকে সিগারেট আর আলো-আঁধারে থাকা নিভৃতচারী মিসির আলি হাজির হয়েছেন। এর মাধ্যমে হ‌ুমায়ূন আহমেদের অনন্য সৃষ্টি মিসির আলির সঙ্গে রুপালি পর্দার মিসির আলির মিল কতটা হবে, তা পরখ করার সুযোগ এসে গেলো।

এ ছবিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ। হ‌ুমায়ূন আহমেদের কাহিনি অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন ‘আয়নাবাজি’র সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার অনম বিশ্বাস। সংগীত প্রীতম হাসান ও ভারতের অনুপম রায়। ‘দেবী’ মুক্তি পাবে এ বছরের ৭ সেপ্টেম্বর। 

* ‘দেবী’র টিজার:



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews