বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনুন: অমিত শাহ

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ছবি: ইন্টারনেট

পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনুন, বাংলাদেশ থেকে একজন অনুপ্রবেশকারীও ঢুকতে পারবে না। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় একথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

পাশাপাশি তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল (এনআরসি) এ বার পশ্চিমবঙ্গেও ইস্যু হতে চলেছে। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বসবাসকারী সব শরণার্থী বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেবে বিজেপি। একজনকেও ভারত ছাড়তে হবে না।

বিভিন্ন রাজ্যের ২৩ দলকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠন করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গত শনিবার কলকাতায় এ ফ্রন্টের বড় সভাও হয়েছে।

আরো পড়ুন: ব্রেক্সিট নিয়ে পাল্টাপাল্টি প্রস্তাব মে ও করবিনের​

এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, ব্রিগেড সমাবেশে যে নেতারা ছিলেন তাদের মধ্যে ৯ জনেরই ইচ্ছে রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার। বিরোধীরা মানুষের জন্য চিন্তিত নন, মোদীকে হটানোই তাদের লক্ষ্য। এ মহাজোট স্বার্থে জোট। আমরা বলছি গরিবি হটাও, বিরোধীরা বলছে মোদী হটাও। তাই সাবধান হয়ে যান।

অমিত শাহ দুদিনে পশ্চিমবঙ্গে তিনটি সভা করবেন। তবে ৮ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করার ঘোষণা দিয়েছিল বিজেপি। সেই সভা বাতিল করা হয়েছে। কলকতাবাসীর ব্রিগেড প্যারেড পরিবর্তে পশ্চিমবঙ্গের আসানসোলে একই দিনে, মোদীর জনসভা হবে।

ইত্তেফাক/মোস্তাফিজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews