১৫ টি-টোয়েন্টি খেলা সাহিবজাদা ফারহানের স্ট্রাইক রেট ১২৭.০১। একটু ব্যাখ্যার প্রয়োজন। সাহিবজাদার অভিষেক সেই ২০১৮ সালে। প্রথম ৬ বছরে ম্যাচ খেলেছিলেন মাত্র ৯টি। সব মিলিয়ে রান করেছিলেন ৮৬।

তবে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে পিএসএলের আগে গত ১৪ মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে। সেই টুর্নামেন্টে তিনি করেন ৬০৫ রান। ৭ ম্যাচে সেঞ্চুরি করেন ৩টি, ফিফটি ২টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে অপরাজিত ১৬২।

৪০টি ছক্কায় টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৫, আর গড়টা তো অবিশ্বাস্য—১২১। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার ছিলেন সাহিবজাদা। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান কত ছিল জানেন—২৮২। মানে সাহিবজাদার চেয়ে ৩২৩ রান কম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews