নব্বইয়ের দশকের পাড়া মহল্লা মাতানো গান 'পাগল মন'। আর এই গানে গেয়ে সে সময় তুমুল আলোচনায় আসেন কণ্ঠশিল্পী দিলরুবা খান। কিছুদিন আগে দিলরুবা খান কালের কণ্ঠের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিজের প্রাপ্তি-অপ্রাপ্তির কথা। টাকা পয়সার প্রতি তাঁর কোনো মোহ কখনোই ছিল না। কিন্তু তাই বলে নিজের প্রাপ্য পারিশ্রমিক ছেড়ে দেবেন?

এমনটাই করেছেন দিলরুবা। পাগল মনের গানের ক্যাসেট আর পাগল সিনেমায় শুধু মুনাফা হয় ১৩ কোটি টাকা। সেখান থেকে একটা টাকাও কেউ দেয়নি। দিলরুবা কালের কণ্ঠকে বলেছিলেন, 'টাকা পরের কথা ওরা আমার বাসায় একটা রজনীগন্ধার স্টিক কিংবা এক প্যাকেট মিষ্টি নিয়ে আসতো পারতো। কিন্তু না তারা সেটাও করেনি। হয়তো ভয়ে। হয়তো ভেবে বসবে আমি টাকা চেয়ে বসবো। কিন্তু অত ছোটলোক আমি নই।'

অনেক কথাই দিলরুবা সেদিন বলেছিলেন। যখন উঠে আসবো তখন দিলরুবা প্রশ্ন করে বসেন, আচ্ছা এটা শুনতে চাইবেন না যে আমি কতগুলো পুরস্কার পেয়েছি? আমি কণ্ঠে বিস্ময় এনে বললাম, 'আসলেই তো এটাও তো একটা প্রশ্ন। দিলরুবা উত্তর দিলেন, 'একটাও না।'

মানে আপনি কোনো পুরস্কার পাননি। দিলরুবা বলেন, 'না আমি জীবনে একটিও পুরস্কার পাইনি। কেউ আমাকে পুরস্কার দেয়নি, আর আমি পুরস্কার চাইও না। আমি পুরস্কারের জন্য কাজ করিনি। আমার ভালো লাগা থেকে কাজ করেছি। এই যে মানুষের বিশাল ভালোবাসা পেয়েছি, এটা কোনো অ্যাওয়ার্ড এর চেয়ে কম কিসে? মানুষের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার।'



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews