টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সাত বিভাগে ঘুরে বেড়াচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ রবিবার তিনি গিয়েছিলেন বরিশালে। টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উদযাপন করতে গিয়ে বরিশালে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে বিসিবি সভাপতিকে। এক যুগ ধরে লিগ হয় না বরিশাল। বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে বুলবুল কথা দিয়ে এসেছেন ভবিষ্যতে লিগ শুরুর।

দেশের বিভিন্ন বিভাগে অনিয়িমিত ভাবে লিগ হলেও বরিশালে এক যুগ ধরে কোন লিগ অনুষ্ঠিত হয় না। বিষয়টি বিস্ময়কর হলেও এটাই বাস্তব। অথচ বিপিএলে ফরচুন বরিশালে দুইবারের শিরোপাজীয়। নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে শুধু ঢাকায় নয়, সিলেট ও চট্টগ্রামে বরিশালের সমর্থকরা ভীড় করেন। গত আসরে চ্যাম্পিন হওয়ার পর  বরিশালে ট্রফি উদ্যাপনের আয়োজন করে ফরচুন বরিশাল। সেদিন মানুষের স্রোতও ছিল চোখে পড়ার মতো।

রবিবার বরিশাল স্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুরে স্থানীয় সংগঠক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন বুলবুল। এরপ পর সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি বলেন, ‘এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বলল, এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর।’

বুলবুল আরও বলেছেন, ‘একটু লজ্জা লাগছে। এত ভালোবাসা এত প্রত্যাশা, কতটুকু আমরা পূরণ করতে পারব। কতটুকু ফিরিয়ে দিত পারব। সেই দায়িত্বটা চলে আসে আরকি। এক যুগ ধরে বরিশালে কোনো ধরনের ক্রিকেট না হওয়া মানে আমরা অন্তত দেড়-দুই হাজার সম্ভাবনাময় ক্রিকেটার হারিয়েছি। এটা আমাদের জন্য বড় দুঃখের।’

তবে দেরিতে হলেও ভবিষ্যতে লিগ আয়োজন করতে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বুলবুল। যদিও  বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে বর্তমানে সংস্কারকাজ চলছে। ফলে নিয়মিত খেলা আয়োজনে কিছুটা সময় লাগবে বলে জানালেন বিসিবি সভাপতি, ‘ভবিষ্যতে এই ভুল আর করব না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই। জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লীগ আয়োজন করতে পারে। এখান থেকেই আমরা খেলোয়াড় তুলে আনতে চাই, যারা একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। তবে যেহেতু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে লিগ শুরু করতে কিছুটা সময় লাগবে। আশা করি সবার সহযোগিতা পাবো।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews