ছবি: এএফপি

ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তার একমাত্র গোলে জেনোয়াকে হারিয়ে সিরি-আ লিগে শীর্ষে থাকা নাপোলির সঙ্গে শীর্ষস্থান দখলের লড়াই করছে জুভেন্তাস। অন্যদিকে শীতকালীন বিরতির পর প্রথম ম্যাচে আটলান্টাকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। ম্যাচের ৬৫ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন ড্রিয়েস মারটেনসন। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে জুভেন্তাসের থেকে ১ পয়েন্ট এগিয়ে মরিসিও সারির দল।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন অপ্রতিরোধ্য তামিম ইকবাল

তুরিনের জায়ান্ট দলটিতে গোলপোস্টে জিয়ানলুইজি বুফনের জায়গায় পোল্যান্ডের ওজিচেক সিজিনসিকে দেখা গেছে গতকালও। এদিকে আক্রমনভাগে ফেডেরিকো বার্নানডেশির স্থানে খেলতে নেমেছিলেন কস্তা। গঞ্জাল হিগুয়েইনকে বক্সের ঠিক বাইরে ফাউল করলে ৬ মিনিটে পাওয়া ফ্রি-কিক থেকে ম্যাচের শুরুতেই সুযোগ নষ্ট করেন মিরালেম প্যানিক।

আরও পড়ুন: সাকিব-তামিমের সেঞ্চুরি জুটিতে উড়ছে বাংলাদেশ

কিন্তু আলিয়াঁজ স্টেডিয়ামে কস্তা ১৬ মিনিটে মারিন মানজুকিচের সাথে বল পাস করে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির আগে জেনোয়া ম্যাচে ফিরে আসার কোন সুযোগই সৃষ্টি করতে পারেনি। লিগ টেবিলের ১৫তম স্থানে থাকা জেনোয়া কার্যত পুরো ম্যাচে চ্যাম্পিয়নদের বিপক্ষে বেশ ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল। 

আরও পড়ুন: 'নতুন শেন ওয়ার্ন' পেয়ে গেছে অস্ট্রেলিয়া

ম্যাচ শেষে কস্তা বলেছেন, 'আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচ আরো কঠিন হয়ে উঠে। আমরা শুধুমাত্র আমাদের নিয়ে চিন্তা করেছি ও ম্যাচে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছি।'

আরও পড়ুন: সুযোগ পেয়েই বউ নিয়ে স্মিথের টেনিস দেখা

জুভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, 'নাপোলির সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রতিটি ম্যাচে জয়ই গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। টানা সপ্তমবারের মত লিগ শিরোপা জেতা সত্যিই বিশেষ কিছু। সে কারণেই আমাদের সামনে ভালো খেলার বিকল্প নেই। দিন যত যাচ্ছে সবকছিুই কঠিন হয়ে উঠছে। আজকের ম্যাচটাও আমাদের জন্য কঠিন ছিল। তবে দিনশেষে জিতেছি আমরাই।'

আরও পড়ুন: মেসিকে 'খারাপ ফুটবলার' বললেন রোনালদো!



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews