ঈদের ছুটি

পথের দুর্ভোগ কমাতেই হবে

দুই ঈদেই সরকারি ছুটি থাকে তিন দিন করে। তবে তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন কলকারখানা ও বেসরকারি অফিসে ছুটি দেওয়া হয় তাদের নিজস্ব নিয়মে। ছুটির সময়ে সড়ক, রেল ও নৌপথে প্রচণ্ড চাপ পড়ে। এ সময়ে যাতায়াতের ব্যবস্থাপনার কাজ দুরূহ হয়ে পড়ে। মহাসড়কগুলোতে দেখা যায় দীর্ঘ যানজট। আসন্ন ঈদুল আজহার সময় পোশাক শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ঈদের আগে আলাদা তারিখে ছুটি দেওয়ার জন্য বিজিএমইএকে পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা তার এ প্রস্তাব যুক্তিযুক্ত মনে করি। সাধারণত পোশাকশিল্পে ঈদের ছুটির সঙ্গে বাড়তি কয়েকটি দিন যুক্ত করা হয়। আমরা মনে করি, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকপক্ষ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির শুরু ও শেষের দিনটি ভিন্ন ভিন্ন করতে পারে। এর ফলে কোনো কারখানায় ঈদের তিন দিন আগে ছুটি হবে, কোনোটিতে দু'দিন আগে। তদনুযায়ী নির্ধারিত হবে খোলার তারিখ। এতে মোট ছুটির দিন ঠিক থাকবে, কিন্তু সড়ক ও রেলপথে চাপ পড়বে ভিন্ন ভিন্ন দিনে। উৎপাদন কাজেও বিঘ্ন ঘটবে না। বাংলাদেশে দুই ঈদের ছুটির সময়ে বিপুলসংখ্যক নারী-পুরুষ গ্রামে 'আদি ঠিকানায়' যেতে চান। যুগ যুগ ধরে এ প্রবণতা চলছে এবং তা অব্যাহত থাকবে বলেই ধারণা। কিন্তু তাদের যাতায়াতে সৃষ্টি হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। পথে পথে একই ধরনের সমস্যার তারা মুখোমুখি হন, কিন্তু সমাধান মেলে না। সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষ মিলে আলোচনায় বসলে অবশ্যই একটি সূত্র মিলতে পারে। শুধু ছুটির তারিখ নির্ধারণ নয়, বাস-লঞ্চের টিকিটে বাড়তি ভাড়া গ্রহণ থেকে মালিকদের বিরত রাখা, ফেরি এলাকার ব্যবস্থাপনার মতো কাজেও সমন্বয় প্রয়োজন। ছুটির আনন্দ যাতায়াতের দুর্ভোগে যেন মাটি হয়ে না যায়, তার প্রতি অবশ্যই সর্বোচ্চ মনোযোগ থাকা চাই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews