এসব পণ্য ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫’ ইভেন্টে ঘোষণা করতে পারে স্যামসাং। ছবি: রয়টার্স

এসব পণ্য ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫’ ইভেন্টে ঘোষণা করতে পারে স্যামসাং। ছবি: রয়টার্স

পরবর্তী প্রজন্মের নতুন ফোল্ডএবল ফোন তৈরি করছে স্যামসাং, যেটি এখন পর্যন্ত কোম্পানিটির তৈরি ফোল্ডএবল বিভিন্ন ফোনের মধ্যে সবচেয়ে পাতলা ও হালকা হবে বলে গুঞ্জন উঠেছে।

জার্মান প্রযুক্তিবিষয়ক সাইট উইনফিচার প্রতিবেদনে লিখেছে, স্যামসাংয়ের অফিসিয়াল প্রোমোশনাল ম্যাটিরিয়াল থেকে কোম্পানিটির পরবর্তী প্রজন্মের ফোল্ডএবল বিভিন্ন ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনের তথ্য পেয়েছে তারা।

উইনফিচার বলছে, ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৭’ নামের নতুন ফোনটি এখনও পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে পাতলা সংস্করণ হবে, যার মোড়ানো অবস্থায় পুরুত্ব কেবল ৮.৯ মিলিমিটার ও খুললে আরও পাতলা হয়ে হবে ৪.২ মিলিমিটার। ফোনটির ওজনও খুব কম। কেবল ২১৬ গ্রাম, যা আগের বিভিন্ন ফোল্ডএবল মডেলের চেয়ে যথেষ্টই হালকা।

প্রতিবেদন অনুসারে, স্যামসাংয়ের নতুন ‘জেড ফ্লিপ ৭’ এবং ‘ফ্লিপ ৭ এফই’ মডেলের ব্যাটারি সাইজ, স্টোরেজ অপশন ও ক্যামেরা সম্পর্কে অনেক তথ্য মিলেছে, যা কোম্পানিটি তাদের ‘স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫’ ইভেন্টে ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইভেন্টটি নয় জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে একটিতে বলা হয়েছে, ফ্লিপ জেড-এ থাকবে ৪.১ ইঞ্চির কভার স্ক্রিন, যা আগের মডেল ফ্লিপ ৬-এর ৩.৪ ইঞ্চির কভার স্ক্রিনের চেয়ে অনেক বড়। এ ছাড়া, ফ্লিপ ৭-এর পুরুত্ব আগের মডেলের চেয়ে ৭০ শতাংশ কম হবে, অথচ এতে থাকবে বড় ব্যাটারি।

এর আগে, জুনে ‘গ্যালাক্সি জেড ফোল্ড আল্ট্রা’ নামে নতুন এক ফোনের কথা বলেছিল স্যামসাং। তবে ফাঁস হওয়া এসব তথ্যের মধ্যে সেই ফোনটি সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য নেই।

ওই সময় এক প্রেস রিলিজে নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড আল্ট্রা’র কথা জানিয়ে স্যাসমাং বলেছিল, এই ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি থাকবে, যা ফোনটিকে করবে ‘আরও স্মার্ট’।

তবে এ বছর স্যামসাং কোন কোন পণ্য আরতে যাচ্ছে যে সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইভেন্টটি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। যুক্তরাষ্ট্রভিত্তিক সময় ৯ জুলাই সকাল ১০টা থেকে ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫’ ইভেন্টটি শুরু হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews