বেলিংহামে বাড়তি নজর বায়ার্নের

লা লিগা ট্রফি প্রায় নিশ্চিত রিয়াল মাদ্রিদের। এখন চ্যাম্পিয়ন্স লিগ জিতে ‘ডাবল’ পূরণ করতে চায় স্প্যানিশ জায়ান্টরা। এ অর্জনে তাদের সামনে বাধা বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আজ চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম পর্বে মুখোমুখি হবে দু’দল। এ লড়াইকে অনেকে ‘ইউরোপিয়ান ক্ল্যাসিকো’ও বলেন। 

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই দু’দল সবচেয়ে বেশিবার মুখোমুখি হয়েছে। দু’দলের মোট ২৬ বারের লড়াইয়ে রিয়ালের জয় ১২টি, বায়ার্ন জিতেছে ১১টি। তবে গত এক দশক একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল। সর্বশেষ ৩ লড়াইয়েই জয় পেয়েছে তারা। ছয়বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী বায়ার্ন অবশ্য ইতিহাসের চেয়ে বেশি ভয় পাচ্ছে দুরন্ত ফর্মে থাকা জুড বেলিংহামকে। 

ইংলিশ এ মিডফিল্ডার গত জুনে রিয়ালে যোগ দেওয়ার আগে বুন্দেসলিগায় বায়ার্নের চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডে খেলত। তাই জার্মান জায়ান্টদের সম্পর্কে খুব ভালো জানাশোনা তাঁর। রিয়ালে যোগ দেওয়ার পর বেলিংহামের অভাবনীয় উন্নতি হয়েছে। প্রায় প্রতিটি বড় ম্যাচে গোল করছেন। অভিষেক মৌসুমেই রিয়ালের সেরা হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, অনেকের চোখে ২০ বছর বয়সী এ তারকা বিশ্বসেরা হয়ে গেছেন। লা লিগায় ১৭ গোল করে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা তিনি, চ্যাম্পিয়ন্স লিগেও ৪ গোল করেছেন। যে কারণে তাঁর প্রতি বাড়তি মনোযোগ বায়ার্ন বস টমাস টুখেলের। 

প্রতিপক্ষ এ তরুণের ভূয়সী প্রশংসা করেছেন তিনি, ‘জুড (বেলিংহাম) বিস্ময়কর প্রতিভা। বুন্দেসলিগায় সে দুর্দান্ত ছিল। তার উন্নতিটা চোখে পড়ার মতো। সে রিয়ালের আক্রমণভাগের অতি গুরুত্বপূর্ণ সদস্য। রিয়ালের জার্সির একটা চাপ আছে। সে চাপ সামলে ক্লাবের প্রত্যাশা পূরণ করা অনেক বড় ব্যাপার। তবে আমরা তার ব্যাপারে অবগত আছি। আশা করছি, তাকে রুখে দিতে পারব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews