মেয়র আরও বলেন, ‘এই ইফতার আমার নিজের প্ল্যাটফর্ম ‘সবাই মিলে সবার ঢাকা’ থেকে ব্যবস্থা করা হয়েছে। আজ দুই হাজার ৮০০ প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। আগামী কাল থেকে তিন হাজার ৬০০ প্যাকেট দেওয়া হবে। পর্যায়ক্রমে ডিএনসিসির প্রত্যেকটি ওয়ার্ডে শেষ রোজা পর্যন্ত এই ব্যবস্থা থাকবে।’ পথশিশু, খেটে খাওয়া মানুষ, বয়স্ক ও অসহায় হতদরিদ্রদের এই ইফতারি প্যাকেট দেওয়া হবে বলেও তিনি জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews