জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে গণভোট করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। গতকাল রোববার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এটার সুবিধা–অসুবিধা, গণভোটে কোন কোন বিষয় থাকতে পারে—এগুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আরও আলোচনা হবে। আরও কয়েকটি বিকল্প পদ্ধতিও আলোচনায় আছে।
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে। অন্যদিকে সংবিধান–সম্পর্কিত নয়, সরকার চাইলে এখনই বাস্তবায়ন করতে পারে—এমন সংস্কার প্রস্তাবগুলো চিহ্নিত করা হচ্ছে। সরকার দ্রুততার সঙ্গে এগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেবে।