আগামী ২২ ও ২৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার)  সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে এই মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার উদ্বোধন করবেন।

মেলায় গ্রাহকদের ১৮ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করবে বিভিন্ন কোম্পানি।

সোমবার এক সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী এসব তথ্য জানান।

আইডিআরএ  এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত মেলার সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। 

রাজধানীর মতিঝিলে আইডিআরএ কার্যালয়ে  সংবাদ সম্মেলনে শফিকুর রহমান পাটোয়ারী বলেন, অর্থমন্ত্রীর উপস্থিতিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বীমা গ্রাহকের ৪ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ৪১৯ টাকার দাবি পরিশোধ করা হবে।

পরে বীমা কোম্পানিগুলোর স্টল থেকে আরো ১৩ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ১৬৭ টাকা পরিশোধ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ৩০টি কোম্পানি অংশ নেবে। এর মধ্যে জীবন বীমা কোম্পানি ১৬টি এবং সাধারণ বীমা ১৪টি।

সিলেটে মেলা আয়োজন প্রসঙ্গে আইডিআরএর সদস্য গোকুল চাঁদ বলেন, যেসব অঞ্চলে সাধারণ বীমা কোম্পানিগুলোর শাখা বেশি থাকে সেসব এলাকায় শিল্পায়ন বেশি হয়। সিলেটে শিল্পায়ন এখনো সেভাবে হয়নি। বেশিরভাগ সাধারণ বীমা কোম্পানির শাখা সিলেটে নেই।

“সে কারণেই এবার সিলেটে মেলার আয়োজন করা হচ্ছে।”

গত বছর ঢাকায় তিনদিন ব্যাপী এই মেলা হয়েছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews